পরীক্ষার প্রস্তুতি
বিজ্ঞপ্তি

আবেদন যোগ্যতা

সেনাবাহিনীতে আবেদন করতে বয়স কত লাগে ও কত পয়েন্ট লাগবে চলুন দেখে নেই এই সেকশন হতে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

বয়স: ১৭-২১ বৎসর। বয়স নির্ধারণের তারিখ ০১ জানুয়ারি ২০২৩।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ। তবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

শারীরিক যোগ্যতা (ন্যূনতম):

শারীরিক যোগ্যতাপুরুষ প্রার্থীমহিলা প্রার্থী
উচ্চতা৫ ফুট ৪ ইঞ্চি৫ ফুট ২ ইঞ্চি
ওজন৫৪ কিলোগ্রাম৪৭ কিলোগ্রাম
বুকস্বাভাবিক৩০ ইঞ্চিস্বাভাবিক২৮ ইঞ্চি
সম্প্রসারিত৩২ ইঞ্চিসস্প্রাসারিত৩০ ইঞ্চি

বি.দ্র. আবেদন করার পূর্বে নিচে দেওয়া বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার থেকে আবেদন যোগ্যতা আরো বিস্তারিত সহকারে দেখে নিন।