কিভাবে নিজেকে সামরিক বাহিনীর একজন যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলবো?

১) তুমি কি সাইকেল চালাতে পার কিংবা সাঁতার? লং জাম্প কিংবা হাই জাম্প দিয়েছ কখনো? ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোন আউটডোর খেলা দেখলে তোমার কি মনে হয় না আমি একটু খেলি? কখনো খেলেছ এগুলো? সকালে বিকালে দৌড়াতে পারবে ৩০ মিনিট করে? লোকে তোমাকে দেখে যাই বলুক, তুমি কি পারবে- নিজের বিশ্বাস অটুট রেখে সামনে এগিয়ে যেতে?

২) কথা বলতে পারো- যা ইচ্ছা, সবার সামনে? মনের সব ভাব কাগজে ফুটিয়ে তুলতে পার? বাংলা ও ইংরেজীতে? যুক্তি দিতে পারো- নিজের মত?

৩) ১০০ টাকায় কয়টা ডিম পাওয়া যায়- অঙ্কে যেমন পার, বাস্তবেও কি হিসেবটা পার, দোকানে গিয়ে? ম্যাপ দেখে নিচের স্কেল অনুযায়ী জায়গার দূরত্ব বলতে পারো? উত্তরে ফিরে ডান বাম এর দিক সঠিকভাবে বলে পার? দাদার ছেলেদের সবাই তোমার চাচা হয়, তেমনি নানার ছেলেদের বোনেরা কি হয়- বুঝ? তাদের সাথে নিয়মিত যোগাযোগ পরিচয় আছে?

৪) তুমি মিথ্যা বল না, নেশা কর না, অসামাজিক কাজে জড়িত নাই- সত্যি?    

৫) তোমার একাডেমিক লেখাপড়ায় পিছিয়ে নেই তো? মিশুক, সামাজিক এবং অধ্যবসায়ীতো? ভাল বই কিংবা ভাল কোন ছবিতে মন টানে?

নিজেকে এবার নিজের আয়নায় মিলিয়ে নাও। দক্ষতার কোন শেষ নাই, মাপকাঠি নাই, আছে শুধু তুলনা। সামরিক বাহিনীতে যাও কিংবা না, কিন্তু একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠ সবার আগে।

আমি যখন মিলিটারী একাডেমীতে যোগ দেই, তখন এগুলোর সবই ছিল আমার মধ্যে, কিন্তু পরিমানে কম। সেখানে গিয়ে আরো কষ্ট সহিষ্ণু হয়েছি, দক্ষতা বেড়েছে, নতুন জ্ঞান লাভ করেছি। চেষ্টা আর পরিশ্রমের কোন বিকল্প নাই। সুতরাং আর দেরী কেন? বাহো বৈঠা…

(নারী দিবস উপলক্ষে আমার উপলব্ধি- কামরুল হাসান, লেখক- হেলমেট ডিফেন্স সার্ভিসেস হ্যান্ডবুক)

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *